রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের আয়োজনে ‘বিনা লাভের দোকান’ 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের আয়োজনে ‘বিনা লাভের দোকান’ 

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের আয়োজনে বিনা লাভের দোকানে সপ্তাহে চারদিন সবজি বিক্রয় শুরু করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় কাঁচা বাজারের ঊর্ধ্বগতি থেকে কিছুটা স্বস্তি ফেরাতে সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে ওই দামে ‘বিনা লাভের দোকানে’ বিক্রয় করা হয়। 

গত বৃহস্পতিবার পৌর শহরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই বিনা লাভের দোকান উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সিভিল সার্জন মো.মঞ্জুর-এ মোর্শেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আলমগীর হোসেন, আব্দুর রশিদ রনি ও ফয়সাল।

সপ্তাহে চারদিন, রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই বিনা লাভের দোকান খোলা থাকবে।

ক্রেতারা বিনা লাভের দোকানে পাইকারি দামে সবজি কিনতে পেয়ে দারুণ আনন্দিত। এ ধরনের আয়োজনের জন্য জেলা প্রশাসন ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান ক্রেতারা। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর শিক্ষার্থী আলমগীর হোসেন, আব্দুর রশিদ রনি ও ফয়সাল জানান, শীতকালীন বিভিন্ন শাকসবজি বাজারে নামলেও দাম কিন্তু এখনো বেশি। তাই আমরা সরাসরি কৃষকের কাছ থেকে কিনে ওই দামে বিক্রি করছি। যাতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পায়।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, বাজারে সবজির দাম ঊর্ধ্বগতি। উদাহরণ স্বরূপ আমরা বিনা লাভে সবজির দোকান চালু করেছি। তা দেখে যেন ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হয়।

টিএইচ